Breaking News

বিয়ের আসরে নববধূর কোলে মাথা রেখে ঘোমাচ্ছে বর, হা করে তাকিয়ে থাকল সবাই- ভাইরাল ভিডিও

বিয়ের সাজে সজ্জিত কনে। পাশেই বসা বর। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছিল বিয়ের আনুষ্ঠানিকতা।

আশেপাশে উদযাপনে মেতেছে বর-কনের শতাধিক আত্মীয়। এমন সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা। দেখা গেলো, বিয়ের আসরেই ঘুমিয়ে পড়েছেন বর।

এ ঘটনা ভারতের।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কনের পাশে বসে নাক ডেকে ঘুমোচ্ছে বর!

আত্মীয়রা আসছে, উপহার দিচ্ছে, তাতে কোনও হুঁশ নেই তার। অনেকে তাকে নানাভাবে ডেকে তোলারও চেষ্টা করছেন, তাতেও কোনও হেলদোল নেই।

এমন ভিডিও দেখে নেটিজেনদের একাংশের দাবি, সম্ভবত মদ্যপান করে বিয়ে করতে গিয়েছিল ওই বর। ফলে এমন গভীর ঘুম পেয়ে বসেছে তাকে। যদিও আদৌ তিনি মদ্যপান করেছিলেন কিনা, তা স্পষ্ট নয়।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই একের পর এক মজার কমেন্ট করতে শুরু করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

কেউ লিখেছেন, ‘এবার তো উঠে পড়ুন, নাহলে অন্য কেউ বিয়ে করে নেবে।’ আবার কেউবা লিখেছেন, ‘এবার মনে হয় বিয়ের রাতটাই মিস করে যাবেন।’

সূত্র: নিউজ ১৮

About admin

Check Also

একমাত্র ছেলে আব্রামের ধর্ম নিয়ে যা বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস শাকিব খান-অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়। শাকিবের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *